Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

আমাদের অর্জনসমূহ নিম্নরূপ:

১। স্থানীয় ধান আবাদের পরিবর্তে উফশী ধানের আবাদ সম্প্রসারণ।

২। ঘেরের আইলে সবজি চাষ সম্প্রসারণ।

৩। ঘেরের আইলে কুলচাষ সম্প্রসারণ।

৪। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি।

৫। ভুট্টা আবাদ সম্প্রসারণ।

৬। গম আবাদ সম্প্রসারণ।

৭। স্থানীয় উন্নত জাতের কলা আবাদ সম্প্রসারণ। যা বর্তমানে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

৮। ধানক্ষেতে পার্চিং উৎসব সম্প্রসারণ।

৯। সজিনা আবাদ সম্প্রসারণ।

১০। ফলবাগান সম্প্রসারণ।

১১। খাটো জাতের নারিকেল আবাদ সম্প্রসারণ।

১২। দেশী জাতের কুলগাছ উন্নতকরণ সম্প্রসারণ।

১৩। কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান।